• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
পঞ্চগড় সদর উপজেলা ত্রিবার্ষিক সম্মেলন

আ. লীগের সভাপতি আমিরুল, সম্পাদক কামরুজ্জামান 


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৯:২০ এএম
আ. লীগের সভাপতি আমিরুল, সম্পাদক কামরুজ্জামান 

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আমিরুল ইসলামকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান শেখ মিলনের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক প্রধান অতিথি হিসেবে সকলের সম্মতিতে এই নাম ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশ আ. লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা ডালিয়া, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা আ. লীগের নেতা-কর্মীসহ কাউন্সিলর প্রমুখ।

এর আগে দুপুরে সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সদর উপজেলা আ. লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও বাংলাদেশ আ. লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক।
 

Link copied!